শ্যামনগরে পাউবোর বাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত

0

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়নে দুর্গাবাটি গ্রামের পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুর্গাবাটি সাইক্লোন সেন্টারের পূর্ব দিকে মেম্বার নীল কান্তের বাড়ির পাশে হঠাৎ ২শ ফুট জায়গা জুড়ে পাউবো’র বেড়িবাঁধ খোলপেটুয়া নদীতে ধসে পড়ে। এ খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কায় এলাকাবাসী আতঙ্কিত। গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাতে ভাঙ্গন কবলিত জায়গা বেঁধে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। রাতের জোয়ারের পানি ঢুকে দুর্গাবাটি, পশ্চিম দুর্গাবাটি ও ভামিয়া গ্রাম প্লাবিত হয়। এতে শতাধিক চিংড়ি মাছের ঘেরে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মাসুদ রানা বলেন, ভাল রাস্তা হঠাৎ করে খোলপেটুয়া নদীতে ধসে পড়েছে। নদীর জোয়ারের পানি ভিতরে ঢুকে কয়েক গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে বাঁধ বাঁধার জন্য বাঁশ, বস্তা ও লোকজন প্রস্তুত আছে। নদীতে ভাটা হয়ে স্থানীয়দের সাথে নিয়ে তারা বাঁধ বাধার কাজ করবেন বলে জানান।
পাউবো’র বেড়িবাঁধ ভাঙ্গনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক স্থানীয় এমপি এসএম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ বেঁধে ফেলার আশ্বাস দেন।