ঘাড়ে কাঁচি ঢুকে মৃত্যু হলো শিশুর

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ ঘরের বারান্দা থেকে পড়ে গিয়ে ঘাড়ে কাঁচি ঢুকে মৃত্যু হয়েছে ধীমান মণ্ডল নামের চার বছরের এক শিশুর। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর শিকার ধীমান বাদঘাটা গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে।
সূত্র জানায়, পরিবারের অন্য শিশুদের সাথে খেলার সময় শিশু ধীমান বারান্দা থেকে নিচে পড়ে যায়। এসময় শিশুটির হাতে থাকা চুল কাটা একটি কাঁচির ধারালো অংশ তার ঘাড়ে ঢুকে গেলে ব্যাপক রক্তক্ষরণ হয়। তাকে শ্যামনগর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এসময় শিশু ধীমানের স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
জরুরি বিভাগে কর্মরত সহকারী মেডিকেল অফিসার সাকির হোসেন জানান, কাঁচি ঢুকে তার ঘাড়ের কয়েকটি শির কেটে যাওয়ায় ব্যাপক রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানা পুলিশের ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বাড়িতে দুর্ঘটনাজনিত কারণে একটি শিশুর মৃত্যুর পর পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে গেছেন।