যশোরে কথিত অপহৃত স্কুলছাত্রী উদ্ধার,তরুণ আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কথিত অপহৃত এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অমিত (১৯) নামে এক তরুণকে আটক করা হয়েছে। অমিত সদর উপজেলার রাজাপুর পশ্চিমপাড়ার মিলন হোসেনের ছেলে।
স্কুলছাত্রীর মা কোতয়ালি থানায় দায়েরকরা মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে খাজুরার এমএন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় তাকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিতো অমিত। কিন্তু তার মেয়ে কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় তাকে অপহরণের হুমকি দেয় অমিত। শুক্রবার সকাল ছয়টার দিকে তার মেয়ে একটি ভ্যানে করে স্থানীয় হুদোর মোড়ে তার মামার বাড়িতে যাচ্ছিলো। পরে হুদোর মোড়ে পৌঁছালে অমিত একটি নম্বরবিহীন মোটসাইকেলে করে সেখানে যায়। এরপর ভ্যান থেকে তার মেয়েকে নামিয়ে গাড়িতে উঠিয়ে দ্রুত পশ্চিমে মনোহরপুরের দিকে চলে যায়।
পুলিশ জানায়, স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই মোকররম আলী দুপুর সোয়া দুটোর দিকে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামি থেকে অমিতকে আটক করেন। একই সাথে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।