শরণখোলায় ইউপি সদস্যর ওপর হামলা

0

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় মাদকসেবনে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মো. ডালিম হোসাইন মাঝি।  বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজারের কাছে হামলার শিকার হয়ে শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডালিম মাঝি ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ।
হাসপাতালে চিকিৎসাধীন ডালিম মাঝি জানান, স্থানীয় এয়াকুব মুন্সির ছেলে মাসুদ মুন্সি, আনোয়ারর মুন্সির ছেলে আলম মুন্সি, ছত্তার হাওলাদারের ছেলে তাওহিদ এলাাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত । তাদেরকে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে আহ্বান করায় এবং মাদক গ্রহণ করলে তাদের বিরোধিতা করা হবে এমন কথা বলা হয়। এর জের ধরে চিহ্নিত ওই তিনজনসহ ৭/৮ জন র্দুবৃত্ত তার মুখে রুমাল চেপে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। তারডাক-চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতালেও তার খোঁজ খবর নেয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।