জুতার ভেতর ১শ’ ভরি সোনা, মাগুরায় আটক শার্শার যুবক

0

লোকসমাজ ডেস্ক॥ মাগুরায় ১০০ ভরি সোনার দশটি বারসহ এক যুবক গ্রেফতার হয়েছেন, যাকে চোরাকারবারি বলছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার বিকালে মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাকিব হোসেন (২২) নামের এই যুবক যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের ইয়াজুল ইসলামের ছেলে।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক কবির আহম্মেদ জানান, গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে যশোরগামী ঈগল পরিবহনের বাসে তারা তল্লাশি চালান।
“পারনানান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় বাসযাত্রী সাকিব হেসেনের দেহ তল্লাশি করে তার জুতার মধ্যে থেকে ১০০ ভরি ওজনের ১০টি সোনার বার উদ্ধার হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বারগুলো তিনি ঢাকা থেকে যশোর বহন করে নিয়ে যাচ্ছিলেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে স্বীকার করেছেন বলে কবির জানান।
পরিদর্শক কবির আহম্মেদ জানান, রাতে সোনার বারসহ চোরাকারবারী সাকিব হোসেনকে সদর থানায় হস্তান্তর করা হবে।
সদর থানার ওসি নাসির উদ্দিন বলেন, তারা জানতে পেরেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোনার বারসহ এক চোরকারবারিকে আটক করেছে। তবে তারা এখনও তাকে থানায় সোর্পদ করেনি। থানায় আনা হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।