ঝিনাইদহ সৃজনী‘র চেয়ারম্যান অবৈধ গুলিসহ গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের সৃজনী এনজিওর নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান হারুন অর রশিদ অবৈধ গুলিসহ ঢাকায় গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি নাইন এম এম পিস্তলের অবৈধ গুলি।
সৃজনী এনজিও সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে থেকে এনজিও‘র চেয়ারম্যান হারুন নভো এয়ারের একটি বিমানে ঢাকা থেকে যশোরে আসার জন্য ইমিগ্রেশন অতিক্রম করছিলেন। এ সময় তার কাছে বৈধ পিস্তলের সঙ্গে ৬টি বৈধ গুলি ও তিনটি অবৈধ গুলি পাওয়া যায়। সরকারিদলের ভুঁইফোঁড় সংগঠন বঙ্গবন্ধু সৈনিকলীগের নাম ভাঙ্গিয়ে তিনি বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি অবৈধ গুলি রাখার দায়ে আটকে যান।
লাইসেন্স করা অস্ত্রের সাথে অবৈধ গুলি রাখার দায়ে শাহ জালাল বিমান বন্দর থানা তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর দুইদিন পুলিশ রিমান্ড শেষে রোববার দুপুরে তাকে ঢাকা সিএমএস আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার হারুন গ্রেফতার হলেও ৪ দিন তার গ্রেফতারের খবর ধামাচাপা রাখে সৃজনী এনজিও।
এদিকে হারুনকে গ্রেফতারের স্বীকার করেছেন শাহাজালাল বিমান বন্দর থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা আজাদুর রহমান। তিনি জানান, হারুনের কাছে অবৈধ ৩ রাউন্ড গুলি ছিল। বন্দর থানার ওসি আরিফুর রহমান বলেন সৃজনী এনজিওর চেয়ারম্যানকে বিশেষ ক্ষমতা আইনে অস্ত্র মামলায় আদালতে চালান দেওয়া হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে রোববার জেলহাজতে প্রেরণ করেন।