লোহাগড়ার পটু মোল্লা হত্যা মামলার তিন আসামি আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের পটু মোল্লা হত্যা মামলার ৩ আসামিকে আটক করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গেল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-লোহাগড়া উপজেলার মৃত ছালেহ মোল্লার ছেলে বোরহান উদ্দিন মোল্লা (৫৫) এবং মৃত আফজাল মোল্লার ছেলে ইকরাজুল মোল্লা (২৫) ও ছাব্বির মোল্লা (১৯)।
র‌্যাব জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ১৩ জুন আটক আসামিরাসহ তাদের সহযোগীরা পটু মোল্লাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তাকে রক্ষা করতে তার ভাই কচি মোল্লা এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় নিহতের আরেক ভাই জসিম উদ্দিন মোল্লা লোহাগড়া থানায় একটি মামলা করেন। পরে র‌্যাব গোপন সূত্রে খবর পায় এজাহারভুক্ত কয়েকজন আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকায় অবস্থান করছেন। এ খবর পেয়ে গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে উল্লিখিত ৩ আসামিকে আটক করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ওসি আবু হেনা মিলন জানান, আটক ৩ আসামিকে থানায় সোপর্দ করেছে র‌্যাব।