বাগেরহাটে অভিভাবকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন।  শনিবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধিরা। সভায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।