বাঘারপাড়ার বেতালপাড়া সম্মিলনী বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

0

 

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নে শেখ কামাল কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস এবং বিভাগীয় কমিশনার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা হয়। জহুরপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। সকালে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী। এদিন প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করে। দিনভর মিষ্টি রোদ গায়ে মেখে আনন্দ-উল্লাসে মেতে ওঠে পাঁচ শতাধিক শিক্ষার্থী। তাদের সাথে শামিল হন শিক্ষক ও অভিভাবকেরা। প্রতিযোগিতায় জহুরপুর ইউনিয়নের ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু। আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পরিষদ সদস্য সাইফজুজ্জামান চৌধুরী ভোলা, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী, ইউপি সচিব এনামুল হক, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হাবিবুর রহমান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল পারভেজ।