ঝিনাইদহে ফিল্মি স্টাইলে তিন বিঘা জমি দখল!

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে ফিল্মি স্টাইলে এক ব্যক্তির ৩ বিঘা জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ভুক্তভোগী ওই পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে প্রভাবশালী ওই ভূমিদস্যুরা।
জানা যায়, মিয়াকুন্ডু গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে উলফাৎ হোসেন, মৃত আসাদুর রহমানের ছেলে মেহেদি হাসান লিপু, জাহিদুর রহমান মিয়াকুন্ডু গ্রামের মাঠে পৈত্রিক সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মওলা বক্স ও তার ছেলে ইরাক আলী, হারুন, ওয়ালিদ হোসেন, মিটুল হোসেন, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, সোলাইমান দলবল নিয়ে ২৬৫ নং মৌজার ওই জমিতে হাজির হন। তারা জমির আইলে (সীমানা) দাঁড়িয়ে জমিতে নিজেদের মালিকানা স্বত্ব রয়েছে দাবি করে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে চলে যান। একে একে তারা ওই ৩ জনের জমি জোরপূর্বক দখল করে নেন। ভুক্তভোগীরা বাধা দিলে তাদের হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ। ভুক্তভোগী মেহেদি হাসান লিপু বলেন, হঠাৎ করেই তারা ফিল্মি স্টাইলে আমাদের জমি দখল করে নিয়েছে। জমিতে যদি তাদের ভাগ থাকে তাহলে স্থানীয়ভাবে বসে সমাধান করতে পারতো। এভাবে সন্ত্রাসী স্টাইলে জমি দখল করে উল্টো আমাদের হত্যার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় উলফাৎ হোসেন বাদী হয়ে সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মওলা বক্সের ছেলে মিটুল হোসেন বলেন, জমিজমার বিষয় আমি কিছু জানিনা। উলফাৎ হোসেন আমাদের নামে সদর থানায় একটি অভিযোগ করেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।