যশোরে মুসলিম এইডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি (গঅওঞ), যশোর ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীণ শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু এবং ৪নং নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন। মুসলিম এইড পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, ইসলামিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, ইঞ্জিনিয়ার আসিফ উল্লাহ চৌধুরী ।। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসলিম এইড পলিটেকনিক কলেজরে সিনিয়র শিক্ষক সাংবাদিক নূর ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২০- ২০২১ সালের বোর্ড পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফর অর্জনকারী ৯০ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এছাড়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ২০২২ সালে ৮ম পর্ব সম্পন্নকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়।
শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।