শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের ছুটি সপ্তাহে ৩ দিন

0

লোকসমাজ ডেস্ক॥ শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের মাত্র চার দিন অফিস করতে হবে। আগের শনি ও রোববারের পাশাপাশি এখন থেকে শুক্রবারও তাদের ছুটি থাকবে। সোমবার দেশটির মন্ত্রিসভা এ ধরনের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
অবশ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো অত্যাবশ্যক খাতের কর্মীরা বাড়তি সরকারি ছুটি পাবে না।
তবে বলা হয়েছে, তিন দিন ছুটি পেলেও সরকারি কর্মীরা শুয়ে বসে কাটাতে পারবে না। তাদেরকে এই তিন দিন দেশের উৎপাদন বাড়ানোর জন্য কৃষিকাজে শ্রম দিতে উৎসাহিত হতে হবে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়েছে। দেশটিতে জ্বালানি সঙ্কটও তীব্র আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে তারা নানা পদক্ষেপ গ্রহণ করছে। ছুটির দিন বাড়ানো এরই একটি অংশ।
সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা