যশোর খড়কির চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজাসহ আটক ৬, দুটি চাকু জব্দ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি কলাবাগান এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হত্যাসহ একাধিক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে আটক করেছে পুলিশ। একই সাথে তার আরো ৫ সহযোগীকে আটক এবং দুটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে। গত রোববার রাতে শহরের চাঁচড়া রায়পাড়া জামতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-খড়কি কলাবাগান এলাকার মজিবর রহমানের ছেলে পিচ্চি রাজা (২২), কেশবপুর উপজেলার চিংড়া ধর্মপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে বর্তমানে যশোর শহরের খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা সাকলাইন সরদার (২২), বেজপাড়া আকবরের মোড় এলাকার খোকনের ছেলে ইশারত (২২), খড়কি পীরবাড়ি এলাকারন আকবরের ছেলে আকাশ (২০), সামছুর গাজীর ছেলে ফরিদ হোসেন (১৯) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নৈহাটি উচ্ছেপাড়ার ইউসুফ হালদারের ছেলে বর্তমানে যশোর শহরের খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা শরিফুল হালদার (২০)।
পুুলিশ জানায়, গত রোববার রাত ১১ টার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই বিমান তরফদার গোপন সূত্রে খবর পান, কতিপয় যুবক নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁচড়া রায়পাড়া জামতলার মোড়ে অবস্থান করছে। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় সেখান থেকে উল্লিখিত ৬ জনকে দুটি চাকুসহ আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, আটক সন্ত্রাসী পিচ্চি রাজা দুর্ধর্ষ প্রকৃতির। চাঁদাবাজি, বোমাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত সে। গত বছরের ২০ ডিসেম্বর শার্শা থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছিলো পিচ্চি রাজা। পরদিন তাকে আদালতে আনার পথে কৌশলে সে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। তবে পরে তাকে আবারও আটক করা হয়। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ৮ সহযোগীসহ সন্ত্রাসী পিচ্চি রাজাকে আটক করেছিলো পুলিশ। এ সময় তাদের আস্তানা থেকে ১০টি তাজা বোমা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
খড়কি কলাবাগান এলাকার বাসিন্দারা জানান, তারা সন্ত্রাসী পিচ্চি রাজা ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ।