কুয়েটে ১০তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

0

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১০তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর রবিবার উদ্বোধন করা হয়েছে। কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মো. জুলফিকার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশীদ, অহিদ কনস্ট্রাকশনের প্রজেক্ট ডাইরেক্টর মো. শহিদুল হক। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি