যশোরে এসএমই উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিভিন্ন শিল্প ক্লাস্টার ও এসএমই উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো মফিজুর রহমান, পরিচালক মির্জা নূরুল গণী শোভন ও মানতাশা আহমেদ। বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইপি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মুজাহিদুল ইসলাম, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, যশোর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি শাকির আলী, যশোর লাইট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন, যশোর ক্রিকেট ব্যাট উন্নয়ন সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন মজুমদার, যশোর জেলা নকসিকাঁথা অ্যাসোসিয়েশনের সভাপতি মরিয়ম নার্গিস প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো মাসুদুর রহমান বলেন, আগামি প্রজন্মের জন্য সবল অর্থনীতি গড়ে তুলতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এসএমই খাত।