খুলনা জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তিকাল

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের মা জামিরোন বেগম (৬৫) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল সাড়ে তিনটায় খুলনা রূপসার আচিগাতির নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
এদিকে শফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-পরিষদের চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. হারুন অর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, খুলনা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা মহানগর শাখার সভাপতি অ্যাড. মশিউর রহমান নান্নু, সাধারণ সম্পাদক অধ্যাপক মুন্সি শফিকুল আলম, জেলা জিয়া পরিষদের সহসভাপতি মো. রুহুল আমীন, কাজী ফেরদাউস বাবু, এস এম মোহাম্মদ আলী, অধ্যাপক মুনিবুর রহমান, মেশকাত হোসেন, অ্যাড. মারুফ আহম্মেদ, এম এ বাশার, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, প্রভাষক জাহিদুর রহমান রাজু, প্রভাষক মনিরুল হক, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ।