সেভারোডোনেৎস্ক শহরে নিহত হয়েছে দেড় হাজার মানুষ

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনের পূর্বের শহর সেভারোডোনেৎস্ক পড়ে গেছে রাশিয়ার সঙ্গে চলমান লড়াইয়ের কেন্দ্রস্থলে। শহরটির মেয়র বলেছেন, যুদ্ধে দেড় হাজার মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার মাত্র ১২ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। খবর আল জাজিরা। মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, প্রায় ১২ থেকে ১৩ হাজার মানুষ শহরে রয়ে গেছে। সেখানে ৬০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।
সেভারোডোনেৎস্ক ডনবাসের লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একমাত্র অংশ। রাশিয়ান বাহিনী এ অঞ্চলকে ইউক্রেন নিয়ন্ত্রিত বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।
স্ট্রিউক জানান, রাশিয়ান একটি গ্রুপ শহরের একটি হোটেলে প্রবেশ করলেও ইউক্রেনীয় বাহিনী তাদের আটকে রেখেছে।
আরও বলেন, পার্শ্ববর্তী শহর লিসিচানস্ক এবং দক্ষিণ-পশ্চিমে বাখমুতের মধ্যে প্রধান সড়কটি খোলা রয়েছে, তবে ভ্রমণ বিপজ্জনক।
এর আগে বৃহস্পতিবার বিবিসি জানায়, ইউক্রেনের পূর্বদিকের ডনবাস অঞ্চলের লুহানস্ক প্রদেশের সেভারোডোনেৎস্ক ও লিসিচানস্ক – এই দুটি শহরকে ঘিরে ফেলার চেষ্টায় এগুলোর ওপর রুশ বাহিনী প্রচ- বোমাবর্ষণ করছে।
ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণের মুখে ইউক্রেনের সৈন্যরা প্রচ- চাপের মুখে আছে বলে স্বীকারও করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়।