রয়টার্সের জরিপে ১০ পয়েন্ট এগিয়ে বাইডেন

0

লোকসমাজ ডেস্ক॥ জনমত জরিপে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে শতকরা ১০ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। রবিবার প্রকাশিত জরিপে দেখা গেছে, বাইডেনকে সমর্থন করছেন শতকরা ৫১ ভাগ মানুষ। অন্যদিকে ট্রাম্পকে সমর্থন করছেন ৪১ ভাগ। শতকরা ৪ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ বলেছেন, তারা তৃতীয় কোনো দলের প্রার্থীকে ভোট দেবেন। আরও ৪ ভাগ বলেছেন তারা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন।শুরু থেকেই করোনাকে পাত্তা না দেওয়া ট্রাম্প নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মার্কিনি মনে করছেন, করোনাভাইরাসকে গুরুত্ব দিয়ে দেখলে প্রেসিডেন্ট ট্রাম্প সংক্রমণ এড়াতে পারতেন। বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস-এর জনমত জরিপে এসব কথা বলা হয়েছে।
গত ২ ও ৩রা অক্টোবর এই জরিপ চালানো হয়। জরিপ পরিচালিত হয় পুরো যুক্তরাষ্ট্রে অনলাইনে। এতে ১০০৫ জন প্রাপ্ত বয়স্ক মার্কিনি সাড়া দেন। এর মধ্যে ৫৯৬ জন ভোটার।