যশোরে প্রথম বিভাগ ক্রিকেট সুপার ফোরে উপশহর ইয়থ ক্লাবের দ্বিতীয় জয়

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে উপশহর ইয়থ ক্লাব। বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পরাজিত করে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৪৮ রানে । বুধবার রাতে বৃষ্টিতে পিচ ভেজা থাকায় ম্যাচ শুরু হয় ৩ঘণ্টা ৩৫ মিনিট দেরিতে। ফলে নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে ২৮ ওভার নির্ধারণ করা হয়। খেলায় টসে জিতে প্রথমে উপশহর ইয়থ ক্লাব ব্যাট করেত নেমে ২৮ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮০ রান করে। দলের রেজাউল ৪৭, মেজবাহ ৩৬, সৈয়দ হোসাইন জনি ২১, বশির ১৯, মিল্টন ১৪, হিৃদয় ১০ রান করেন। বল হাতে আজাদ স্পোর্টিং ক্লাবের শিবপদ বিশ্বাস ৩টি, সজিব শেখ ও তৌয়সিব ২টি করে, মেজবাউল হিরক ও সোহেল রানা ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য তারা ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ ওভার ব্যাটিং শেষে ৯ উইকেটের হারিয়ে ১৩২ রানে তাদের ইনিংস থেমে যায়। দলের শিবপদ বিশ্বাস ৪৬, মেজবাউল হিরক ৩০, ইমন আহমেদ ১৩ ও মঈন উদ্দিন ১০ রান করেন। বল হাতে উপশহর ইয়থ ক্লাবের সুমন ৩টি, সোয়েব আক্তার ও রয়েল ২টি করে, রাইসুল ও রিয়াদ ১টি করে উইকেট দখল করেন।