কেশবপুরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, থানায় অভিযোগ

0

 

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ স্বামীর নির্যাতন সইতে না পেরে তামান্না খাতুন নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তিনি কেশবপুরের রাজনগর বাঁকাবশী গ্রামের আসলাম সর্দারের স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তামান্নার ভাই শাকিল হোসেন কেশবপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়রা জানিয়েছেন বুধবার সকালে তুচ্ছ বিষয়ে আসলাম দফাদার তামান্নাকে মারপিট করে। এসময় বাড়িতে তার শ্বশুর ও শাশুড়ি সুফিয়া বেগম নির্যাতন প্রতিহত না করে তারাও নির্যাতনে অংশ নেয়। এরপর তামান্না ঘরে থাকা কীটনাশক ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালান। এ খবর পেয়ে তামান্নার বাপরে বাড়ি এলাকার লোকজন গিয়ে তামান্নাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তামান্নার ভাই শাকিল হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছে।
তদন্ত কর্মকর্তা এস আই আবু বক্কর্র এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।