যশোরে ফেনসিডিল সংক্রান্ত মামলায় তিন নারীর কারাদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত মামলায় ৩ নারীকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রবিবার যুগ্ম দায়রা জজ আসিফ ইকবাল এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের আব্দুল গনির মেয়ে রাবেয়া খাতুন, দুলালের স্ত্রী সালমা ও নড়াইলের লোহাগড়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের রব্বানী শেখের স্ত্রী রিজিয়া বেগম।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৭ এপ্রিল রাতে অভয়নগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাসস্ট্যান্ডে দ্রুতি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ উল্লিখিত ৩ নারীকে আটক করে। এ ঘটনায় থানা পুলিশের তৎকালীন এসআই সিদ্দিকুর রহমান অভয়নগর থানায় একটি মামলা করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন।