যশোরে শিক্ষা অফিসারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ অবসরপ্রাপ্ত শিক্ষকের

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনেছেন উপশহর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফিরোজ উজ জামান। এ ঘটনায় রবিবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মো. ফিরোজ উজ জামানের অভিযোগ, তিনি জেলা প্রশাসন পরিচালিত উপশহর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পদাধিকার বলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তহবিল গঠনের লক্ষ্যে পরিচালনা কমিটির অনুমতিক্রমে বিদ্যালয়ের সামনে দ্বিতল বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করেন। নিয়মমাফিক ভাড়াটিয়াদের মাঝে দোকানঘর বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম মার্কেট নির্মাণে নানা অনিয়মের অজুহাত দেখিয়ে তার কাছে ঘুষ দাবি করে আসছেন। ঘুষ না দিলে তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে। ২০২১ সালের ২০ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় মো. ফিরোজ উজ জামানের উপস্থিতিতে তার বিরুদ্ধে ৯০ লাখ টাকা আত্মসাৎ ও একজন শিক্ষকের সই জাল করে বেতন উত্তোলনের মিথ্যা অভিযোগ করেন শেখ অহিদুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) যাচাই বাছাই করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে প্রমাণ পান। তিনি বলেন, ২০২১ সালের ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন। কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এখনো পর্যন্ত তার কাছে ঘুষ দাবি করে আসছেন। যে কারণে প্রতিকার পেতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ জানিয়েছেন।