আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস

0

লোকসমাজ ডেস্ক ॥ আজ ২২ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস । জীববৈচিত্র্য রক্ষায় মানুষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে জাতিসংঘ এ দিনটি বিশ্বজুড়ে উদ্যাপন করে। জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই ২২ মে দিনটি বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। দিবসটি উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক কর্মশালার আয়োজন করেছে।
বাংলাদেশ থেকে অনেক বন্য প্রাণী হারিয়ে যাচ্ছে। প্রায় ৯০০ প্রজাতির বন্য প্রাণীর মধ্যে এরই মধ্যে ১৫০ প্রজাতিই বিলুপ্তির পথে। স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রজাতির বন্য প্রাণীর বেশির ভাগ এখন অতি বিপন্ন, বিপন্ন বা ক্ষতিগ্রস্থের তালিকায়।
‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার’, বাংলাদেশ-এর তথ্য মতে, বাংলাদেশে মোট ৯২০টি প্রজাতির বন্য প্রাণী রয়েছে। যেখানে ৪৯টি প্রজাতির উভচর, ১৬৭টি সরীসৃপ, ৫৬৬টি পাখি ও ১৩৮টি স্তন্যপায়ী। তবে কোনো কোনো বন্য প্রাণী গবেষকদের মতে, এই সংখ্যা আরো কম।

তবে সরকার ২০১২ সালে ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২’ নামে একটি নতুন আইন সংসদে পাস করে। তাতে অনুমতি ব্যতীত যেকোনো ধরনের বন্য প্রাণী হত্যা, বিক্রি নিষিদ্ধ করে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে। কিন্তু সরকারের এই উদ্যোগ কতটুকু সফলভাবে কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বন্য প্রানী রক্ষার জাতীয় উদ্যোগের পাশাপাশি জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের ভূমিকাও আরো জোরালো হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।