দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে সুপেয় পানির নিশ্চয়তা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স’র সহযোগিতায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) হাফিজ আল আসাদের হাতে প্রদান করা হয়।
বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহসভাপতি মুখার্জী রবীন্দ্রনাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পূর্ণিমা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজমা আক্তার, ফোরামের সদস্য শেখ আব্দুল হাছিব, ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক ও আশার আলো উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাকলী সরকার, ফোরামের অধিপরামর্শ সম্পাদক ইসরাত জাহান, সাধারণ সদস্য অ্যাড. লুনা সিদ্দীকি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।