যশোরে সয়াবিন তেল বেশি দামে বিক্রির দায়ে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড়বাজার এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম বড়বাজারের শওকত স্টোরে অভিযান চালায়। এ সময় লুকিয়ে রেখে বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দোকানের খাটের নিচে লুকিয়ে রাখা বোতলজাত সয়াবিন তেল তাৎক্ষণিক উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে নির্ধারিত দামে বিক্রি করে দেয়া হয়। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করার অপরাধে বড়বাজারের ঘোষ সুইটস অ্যান্ড দধি ভান্ডারকে ৫ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ী জুয়েলকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।