চৌগাছায় ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছা উপজেলায় সরকারি খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী আব্দুস সালাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা মিল-চাতাল মালিক সমিতির সভাপতি আব্দুল আলিম, প্রভাষক হারুন অর রশিদ, মিলার সিরাজুল ইসলাম বিশ্বাস, রাইস মিলের মালিক মিজানুর রহমান ধনী, মিলার শের আলী, কৃষক প্রতিনিধি আব্দুল বাতেন, সাংবাদিক শ্যামল দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বিশ্বাস বলেন, ৪০ টাকা কেজি দরে ৪৪ জন মিলার নিকট থেকে সরকারিভাবে চাল ক্রয় করা হবে ১ হাজার ৬শত ৩১ মেট্রিক টন। ২৭ টাকা কেজি দরে ৮২৩ জন কৃষকের নিকট থেকে সরকারিভাবে ধান ক্রয় করা হবে ২ হাজার ৪শত ৭১ মেট্রিক টন।