সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি কর্মী মিলনের দাফন সম্পন্ন অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

 

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ সড়ক দুর্ঘটনায় আহত যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাঁখারীগাতী গ্রামের বিএনপি কর্মী মিলন গত মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় মারা যান। তিনি ঢাকায় কমফোর্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১৪ মে যশোর জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পতিত হন।
এ দিকে, মিলনের মৃত্যুর সংবাদ এলাকায় পৌছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্ততের জনতা মিলনের বাড়িতে যান। মঙ্গলবার রাত ১১ টায় মরদেহ তার নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা ও সদর উপজেলা যুবদলে সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
তার নামাজে জানাজা বুধবার বেলা ১১ টায় শাঁখারীগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মিলনের পরিবারকে সমাবেদনা জানাতে জানাজার আগে তার বাড়ি যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমি। এ সময় তার পরিবারসহ আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। অনিন্দ্য ইসলাম অমিত নিহতের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি জানাজার আগে নিহতের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক আলহাজ মিজানুর রহমান খান, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সম্মানিত সদস্য গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আযম, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ^াস, সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ^াস, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সদর উপজেলা যুবদলে আহবায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা হাচানুর রহমান সাকিল, নরেন্দ্রপুর যুবদলে আহবায়ক আজিম হোসেন মিন্টু, সদস্য সচিব বিল্লাল হোসেন, ছাত্র নেতা ইমামুল ইসলাম তুহিন, পলাশ খান, ইমরান হোসেন সহ শ শ নেতাকর্মী।