যশোরে ৩০৯ বস্তা চাল চুরির চেষ্টাকালে আটক ৩

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরতলীর রাজারহাটে অ্যারিস্টোফুড এক্সপোর্টার লিমিটেডের গোডাউন থেকে গত মঙ্গলবার সকালে ৩০৯ বস্তা চাল চুরি করে ট্রাকে নিয়ে পালানোর চেষ্টাকালে ৩ কর্মচারী হাতেনাতে আটক হয়েছেন।
আটকরা হলেন, ওই কোম্পানির লোডিং সুপারভাইজার বিপ্লব হোসেন, ট্রাকচালক জোহর আলী ও সিকিউরিটি চেকিং গেটম্যান জিএম মনিরুজ্জামান।
পুলিশ জানায়, এ বিষয়ে অ্যারিস্টোফুড এক্সপোর্টার লিমিটেডের পরিচালক আব্দুল মোনায়েম উল্লিখিত ৩ জনকে আসামি করে গত মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলায় আব্দুল মোনায়েম উল্লেখ করেছেন, সকাল সোয়া ৭টার দিকে বৈধ কর্মকর্তাদের নির্দেশ ছাড়াই বিপ্লব হোসেন ও জোহর আলী কোম্পানির নিজস্ব ট্রাকে (যশোর-ট-১১-৪২০০) ৭ হাজার ৮৫০ কেজি ওজনের ৩০৯ বস্তা চাল লোড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন সেখানে থাকা প্রিন্স নামে আরেকজন চালকের সন্দেহ হয়। সাথে সাথে তিনি আব্দুল মোনায়েমকে খবর দেন।
এ খবর পেয়ে আব্দুল মোনায়েম সেখানে যান এবং ট্রাকচালক জোহর আলীকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, লোডিং সুপারভাইজার বিপ্লব হোসেন ও সিকিউরিটি চেকিং গেটম্যান জিএম মনিরুজ্জামানের সহায়তায় ট্রাকে চাল লোড করে বাইরে নিয়ে যাচ্ছিলেন। পরে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লিখিত ৩ জনকে আটক করে।