ঝিকরগাছায় বিএনপির ৩ শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ সামগ্রী প্রদান

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বর্তমান সরকারের আমলে যশোরের ঝিকরগাছায় ৩টি শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নির্বাসখোলা ইউপির দীর্ঘ ২২ বছরের জনপ্রিয় চেয়ারম্যান শহীদ শওকত আলী, ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের যুবদলনেতা শহীদ আব্দুল জব্বার ও লাউজানী গ্রামের বাসিন্দা শহীদ রবিউল ইসলামের পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী পৌছে দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ও হাজী আনিছুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, ইমরান হাসান সামাদ নিপুন, আশফাকুজ্জামান খাঁন রনি, বিএনপি নেতা আব্দুল হাই, শাহিন আহম্মেদ, আয়ুব হোসেন মেম্বার, যুবদল নেতা কামরুজ্জামান, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।