যশোরে খাদ্য নিয়ন্ত্রকের কাছে কৃষক সংগ্রাম সমিতির স্মারকলিপি

0

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি গতকাল যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডুর কাছে স্মারকলিপি দিয়েছে। গতকাল বুধবার দুপুরে খাদ্য অধিদফতরের মহাপরিচালককে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত এবং মোট উৎপাদিত ধানের দুই-তৃতীয়াংশ সরকারিভাবে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহসহ অন্যান্য দাবিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই স্মারকলিপিটি দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক কিছুক্ষণ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি আবুল কাসেম মুন্সি, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীলণ বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।