যশোর ২৫০ শয্যা হাসপাতালে ডায়াবেটিস রোগীদের ওষুধ নেই তিন মাস

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়াবেটিস রোগীদের কোন ওষুধ নেই। নেই ভাল চিকিৎসা। অথচ, প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হচ্ছে এ হাসপাতালে। তারপরও নেই আর নেই।
জানা গেছে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ৩ মাস ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের কোন ওষুধ সরবরাহ করা হচ্ছে না। ডায়াবেটিস পরীক্ষায় প্রতিদিন একশ’র বেশি রোগী আসেন হাসপাতালে। তাদের শরীরের প্রেসার ও ডায়াবেটিসের গতি নির্ণয়ের জন্যে নিয়মিত পরীক্ষা করা হয়। বিনিময়ে প্রত্যেক রোগীর কাছ থেকে আদায় করা হয় ২০ টাকা করে। টাকা নেয়ার নিয়ম সচল রাখা হলেও সরকারিভাবে কোন ওষুধ দেয়া হচ্ছে না। হাসপাতাল থেকে পিলিকোজিন এবং জোট ফরজিন নামে দু’প্রকার ওষুধ দেয়া হয়ে থাকে। কিন্তু ৩ মাস ধরে তা দেয়া হচ্ছে না। বরং বাইরের লোক সেখানে ডায়াবেটিস নির্ণয়ের জন্যে উপকরণ দিয়ে বিনিময়ে অর্থ দিচ্ছে। বিষয়টি নিয়ে হাসপাতালের ডায়াবেটিস বিভাগের দায়িত্বরত ডা. কল্লোল কুমার সাহার সাথে আলাপ করলে তিনি বলেন, তার কাছে প্রতিদিন শতাধিক ডায়াবেটিস রোগী চিকিৎসা নেন। সরকারি ওষুধ থাকলে ওষুধ দেন। কিন্তু বর্তমানে ডায়াবেটিস রোগীদের ওষুধ সরবরাহ না থাকায় ওষুধ দেয়া যাচ্ছে না। এ কারণে রোগীর সংখ্যা কিছুটা কমে গেছে। গত ৩ মাস ধরে ওষুধ সংকট অব্যাহত রয়েছে। অনুরূপভাবে ইপিআই কেন্দ্রে শিশুদের ইপিআই টিকা প্রদান কার্ড নেই। অনেক গুরুত্বপূর্ণ ওষুধ নেই হাসপাতালে। কয়েক মাস হলেও ওষুধ সংকট কাটছে না।