চাঁচড়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইউনিয়নের ভাতুড়িয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্বক পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অব্যাপক নার্গিস বেগম।
ইফতার মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-উন-নবী,যুগ্ম আহ্বায়ক কাজী আজম, সাজ্জাদ হোসেন, মীর নূর ইমাম, আব্দুর রহিম, জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, চাচড়া ইউনিয়ন বিএনরি সভাপতি রেজাউল করিম , সাধারণ সম্পাদক ফজলুল আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সমির, সাবেক সভাপতি মোজাহার আলী নল্লা, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন টিটো প্রমুখ।