ইউক্রেনের মাকারিভে ১৩২ মরদেহ উদ্ধার

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩০ মাইল দূরের মাকারিভ শহর থেকে ১৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের মেয়রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনস্কা প্রাভদা ওয়েবসাইট। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে শহরের মেয়র ভাদিম টোকার বলেন, গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত আমরা ১৩২ জন বেসামরিক লোকের মরদেহ উদ্ধার করেছি। এদের সবাইকে রাশিয়ার দানবরা (রুশ সেনা) হত্যা করেছে। তিনি বলেন, উদ্ধার হওয়া এসব মরদেহের অধিকাংশই গণকবর দেওয়া হয়েছিল। তবে রাস্তা থেকেও কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে।
কিয়েভ থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমের শহর মাকারিভে যুদ্ধ শুরুর আগে প্রায় ১৫ হাজার লোক ছিল। অথচ রুশ সেনাদের গত কয়েক সপ্তাহের লড়াইয়ের পর এখানে লোকসংখ্যা এখন এক হাজারেরও নিচে নেমে এসেছে। হামলায় মাকারিভের প্রায় ৪০ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে টোকার বলেন, সেখানে রুশ বাহিনীর বোমা হামলায় সাধারণ নাগরিকদের বাসভবন, হাসপাতাল, কিন্ডারগার্টেন ও অন্যান্য প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র: বিবিসি