বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে অভ্যস্ত নয়: এলগার

0

লোকসমাজ ডেস্ক॥ দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগারের দাবি, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে অভ্যস্ত নয়। ডারবানের সবুজ গালিচায় বাংলাদেশের খেলোয়াড়দের স্লেজিং করা হয়েছিল। কিন্তু কেউ গালাগাল করেননি। প্রোটিয়া ক্রিকেটাররা কেউ সীমা লঙ্ঘন করেনি। অথচ প্রথম টেস্টের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাঠের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। স্লেজিংয়ের পাশাপাশি গালিগালাজ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথে দুই দল দ্বিতীয় টেস্টে মাঠে নামবে। এই টেস্টের আগেও ঘুরেফিরে স্লেজিং প্রসঙ্গ উঠে আসে।
প্রোটিয়া অধিনায়কের কাছে প্রথম টেস্টের ঘটনা জানতে চাওয়া হলে সোজাসাপ্টা উত্তরে বলেছেন, ‘বাংলাদেশের অভিযোগের কোনো ভিত্তি নেই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে যা বলেছে…। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। এতে আমরা অভ্যস্ত। জানি, মাঠে কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বাংলাদেশ এখনও এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে অভ্যস্ত নয়। ওদের আরো কঠোর হওয়া উচিত।’ এলগারের দাবি, বাংলাদেশ ব্যাটিংয়ের সময় তার খেলোয়াড়রা স্লেজিং করেছিল। বাংলাদেশও ফিল্ডিংয়ের সময় স্লেজিং ফিরিয়ে দিয়েছিল। এটাকে খেলার অংশ দাবি করে এলগার বলেছেন, ‘আমরা স্লেজিং করেছি। বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ স্লেজিং করেছে। আমরা ফিরিয়ে দিয়েছি। আমি খুব বাজে কোনো স্লেজিং হতে দেখিনি। ওদের পক্ষ থেকেও দেখিনি। আমি মনে করি এটাই টেস্ট ক্রিকেট।’ প্রথম টেস্টের পর মুমিনুল সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘খেলার মাঠে স্লেজিং হবে এটা স্বাভাবিক। কিন্তু সেই স্লেজিং যদি গালাগালির পর্যায়ে চলে যায়, তখন সেটা খুব খারাপ। আমার কাছে মনে হয় মাঝে মধ্যে তারা গালিগালাজ করছিল। খুব বাজেভাবে। যেটা আম্পায়ারও ওভাবে ওদের নোটিশ করেনি।’ অবশ্য আজ সেসব নিয়ে কথা বাড়াননি মুমিনুল। স্লেজিংকে স্বাভাবিকভাবে নেওয়ার কথা বলেছেন তিনি।