এক ম্যাচ খেলেই কোল্টার-নাইলের আইপিএল শেষ

0

লোকসমাজ ডেস্ক॥ আইপিএলে ইনজুরি নিয়ে নাথান কোল্টার-নাইলের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। এবারো সেই চোটের কারণে মাত্র এক ম্যাচ খেলেই শেষ হয়ে গেল তার এই টুর্নামেন্টে খেলা।হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমান ক্যাপিটালস) হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই ছিটকে যান কোল্টার-নাইল। গত বছরও কাফ ইনজুরিতে পড়ে মাত্র ৫ ম্যাচ খেলেন। ২ কোটি ভারতীয় রুপিতে এবার রাজস্থান রয়্যালসে যুক্ত হন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলিং অলরাউন্ডার। গত ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দলের প্রথম ম্যাচে সাইড স্ট্রেইনে ভোগেন। পরের দুটি ম্যাচ দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে। সবশেষ খবরে জানা গেলে, পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হচ্ছে কোল্টার-নাইলকে। ৬১ রানে জেতার ম্যাচে হায়দরাবাদের ইনিংসের শেষ ওভারে বল করতে যান তিনি। প্রথম বলেই কোমর সমান উঁচুতে নো বল দেওয়ার পর পর হোঁচট খান, উঠে দাঁড়াতে পারছিলেন না। শেষমেশ অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে চলে যান। রাজস্থানের পরের দুটি ম্যাচে আর জায়গা হয়নি কোল্টার-নাইলের। টুর্নামেন্টে ৩৯ ম্যাচে ৪৮ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারের আইপিএল শেষ হওয়ার খবর জানান দলের প্রধান ফিজিও জন গ্লোস্টার। টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, তাকে বিদায় জানানোর কঠিন কাজটা আমাকে করতে হলো। কাউকে হারানো সবসময় কষ্টের, বিশেষ করে ইনজুরিতে। এবং আপনি জানেন যে আমরা সবাই আপনার সঙ্গে অনেক সময় কাটাতে উন্মুখ ছিলাম। দুর্ভাগ্যজনক যে তা হচ্ছে না। কিন্তু আপনি আমাদের বড় একটি অংশ। আমাদের কাছ থেকে যে কোনো কিছুর প্রয়োজন হলে আমরা আছি সবসময়। আমরা আপনাকে আমাদের মাঝে ফিরে পেতে মুখিয়ে আছি, সেটা যখনই হোক।’