পুতিনের যুদ্ধাপরাধ ট্রায়ালের মুখোমুখি হওয়া উচিত: বাইডেন

0

লোকসমাজ ডেস্ক॥ আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ তকমা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বুচা হত্যার ঘটনায় এই রুশ নেতার যুদ্ধাপরাধ ট্রায়ালের মুখোমুখি হওয়া উচিত। বাইডেন জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিতে চান। তিনি বলেন, ‘বুচায় কী ঘটছে আপনারা তা দেখছেন।’ এসময় পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ও বলেন বাইডেন। যদিও মস্কো বার বার বলে আসছে তারা সাধারণ মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে না। এর আগেও আরও একবার পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে রাশিয়ার রোষাণলে পড়েছিলেন বাইডেন।