রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনকে নাক না গলানোর আহ্বান ইইউ নেতাদের

0

লোকসমাজ ডেস্ক॥ ইউরোপীয় ইউনিয়ন কমিশনের নেতারা চীনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনদার লিয়েন বলেন, শি জিনপিংকে বলা হয়েছে— যুদ্ধ বন্ধে চীনের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানাবে ইইউ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের বিশেষ দায়িত্ব রয়েছে। চীন একান্তই যদি রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে না পারে, তাহলে অন্তত যেন নিষেধাজ্ঞা নিয়ে নাক না গলায়।
অন্যদিকে ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান মিশেল চার্লস বলেন, রাশিয়াকে সহায়তা করার চীনের যেকোনো চেষ্টা তারা সতর্কভাবে পর্যবক্ষেণ করবেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্টকে ইউরোপীয় ইউনিয়নের দুই নেতা স্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার ওপর ইইউ এর নিষেধাজ্ঞা নিয়ে চীন যেন নাক না গলায়।