‘পরীক্ষামূলক ফ্লাইটে কারা কানাডায় যাচ্ছেন তাদের নাম প্রকাশ করুন’

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী ২৬ মার্চ বাংলাদেশ বিমানের পরীক্ষামূলক ফ্লাইটে কানাডায় কারা যাচ্ছেন, তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ অনুরোধ রাখেন। স্বাধীনতা দিবস উপলক্ষে কানাডার টরন্টোয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানের পরীক্ষামূলক একটি ফ্লাইট চালু নিয়ে নানা আলোচনা চলছে। টরন্টোয় বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে ২৬ মার্চ পরীক্ষামূলক যাত্রার টিকিট বিক্রি শুরুর ঘোষণাও দিয়েছিল বিমান। কিন্তু ১৯ মার্চ অনলাইনে টিকিট বিক্রি উন্মুক্ত করার তিন ঘণ্টা পরই ওয়েবসাইটে দেখানো হয়, টিকিট বিক্রি শেষ। এ নিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘মাত্র তিন ঘণ্টার মধ্যে সব আসন পূর্ণ হয়ে গেল! ওয়েবসাইটে টিকিট বিক্রি শেষ দেখানোর বিষয়ে পরে বিমানের পক্ষ থেকে জানানো হয়, এই ফ্লাইটের টিকিট সাধারণ যাত্রীদের জন্য নয়।’ তিনি বলেন, ‘আজকে জনমনে প্রশ্ন-কাদের কানাডায় পাঠানোর জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছেন? আগে তো সরাসরি ফ্লাইটের ব্যবস্থা ছিল না। কারা প্রথম ফ্লাইটে যাচ্ছেন? যার জন্য এখন টিকিট দেওয়া বন্ধ।’