ঝিকরগাছার বিএনপির ১৯ নেতাকর্মী মুক্তি পেয়েছেন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা থানা পুলিশের দায়ের করা কথিত নাশকতামুলক মামলায় বিএনপির ১৯ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে। রবিবাার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে নেতৃবৃন্দ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের বাড়িতে গিয়ে সৌজন্য সাথে সাক্ষাত করেন। এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান খাইরুজ্জামান মিনু, বিএনপি নেতা এনামুল হকসহ বিপুল সংখ্যাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ২২ ফেব্রয়ারী বিএনপি নেতাকর্মীর পক্ষে সিনিয়র আইনজীবী এড. মোহাম্মদ ইসহক জামিন আবেদন করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। জামিনে মুক্তি প্রাপ্তরা হলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউন্সিলর গোলাম কাদের বাবলু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান কালু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, যুগ্ম-আহবায়ক নুরুন্নবী খাঁন শিপন, মারুফ হোসেন, নবনির্বাচিক কাউন্সিলর নুরুজ্জামান বাবু, ছোটবাবু ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হুদা, স্বেচ্ছাসেবক দল নেতা পিয়াল হাসান, বিএনপি নেতা নুরুজ্জামান বাবলা, বাবুল মোড়ল, মিজানুর রহমান বিশ্বাস, বেবুল মোড়ল, হুমায়ুন কবির, শাকিল হোসেন। অপরদিকে কেশবপুরের যুবদল নেতা আলমগীর হোসেনও একই সময় জেল থেমে মুক্তি পেয়েছেন।