ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণ, নিহত ৪

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণের কারণে চার ব্যক্তি মারা গেছেন। রোববার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের একটি শপিংমলে রুশ গোলার আঘাতে ওই চার ব্যক্তি মারা যান ও একজন আহত হন। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দেশটির জরুরি সেবা বিভাগ তাদের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছে, রুশ গোলাবর্ষণের ফলে চার ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো এক ব্যক্তি আহত হয়েছেন। ইউক্রেনের সরকারি বার্তা সংস্থা ইউক্রিনফর্ম জানিয়েছে, রুশ সেনাবাহিনীর গোলাবর্ষণের কারণে কিয়েভের পডিলস্কি এলাকার ওই শপিংমলের তৃতীয় ও চতুর্থ ফ্লোর আর গাড়ি পার্কিংয়ের স্থানে আগুন ধরে যায়। এ সময় ওই ইউক্রেনীয় নাগরিকরা মারা যান। রুশ হামলায় সাধারণ ইউক্রেনীয় নাগরিক নিহত হওয়ার বিষয়ে জাতিসঙ্ঘ জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি তারিখে ইউক্রেনে রুশ অভিযানের পর এখন পর্যন্ত ৯০২ বেসামরিক ইউক্রেনীয় নাগরিক নিহত ও ১৪৫৯ জন আহত হন।
সূত্র : ইয়েনি শাফাক