মৃত ছেলের দেনা পরিশোধ না করায় পিতার বিরুদ্ধে কোর্টে আরও ৪টি মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ অঙ্গীকার করার পরও মৃত ছেলের দেনা পরিশোধ না করায় যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার বিরুদ্ধে রোববার আদালতে পৃথক আরও ৪টি মামলা দায়ের হয়েছে। মামলায় গোলাম মোস্তফার মেয়ে মিলি খাতুন ও জামাই মুকুল হোসেনকেও আসামি করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগগুলি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন। চার মামলার বাদী হলেন, এড়েন্দা গ্রামের মৃত রুস্তম আলী ব্যাপারীর ছেলে ফজেল আহমেদ, লুৎফর রহমানের স্ত্রী শরিফা বেগম, শহিদুল ইসলামের ছেলে রনি হোসেন ও হালসা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার।
মামলার বিবরণে জানা গেছে, আসামি গোলাম মোস্তফার ছেলে আরিফুল ইসলাম জীবিত থাকাকালে স্থানীয় এড়েন্দা বাজারে তার মিলি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক পরিচালনা করতেন। তিনি অনেক মুনাফা দেওয়ার প্রলোভন দেখানোর কারণে ফজেল আহমেদ ও তার পুত্রবধূ দুটি অ্যাকাউন্ট খুলে সেখানে মোট ১ লাখ ৩৪ হাজার ৯শ’ টাকা, শিরিনা আক্তার ৪ লাখ টাকা, শরিফা বেগম ১ লাখ ৭০ হাজার টাকা ও রনি হোসেন ১ লাখ টাকা জমা রাখেন। এরপর আরিফুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন এবং গত বছরের ২৪ জুন যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই সময় উল্লিখিত আসামিরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আরিফুল ইসলামের লাশের সামনে দাঁড়িয়ে তার দেনা পরিশোধের অঙ্গীকার করেছিলেন। এরপর লাশের দাফন করা হয়। কিন্তু অঙ্গীকার করার পরও তারা দেনা পরিশোধ না করায় ভুক্তভোগীরা আদালতের আশ্রয় নিয়েছেন। উল্লেখ্য, এর কয়েকদিন আগে গোলাম মোস্তফা এবং তার মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে একই অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন ২জন ভুক্তভোগী।