শ্রীপুরে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত হাসান গ্রেফতার

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শ্রীপুর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি নসিমনচালক হাসান শেখকে গ্রেফতার করেছে র‌্যাব। উপজেলার হাটশ্রীকোল গ্রামে কুমার নদের চরে রসুনের ক্ষেতে একা পেয়ে কিশোরী রাজিয়াকে ধর্ষণ করে হাসান। ঘটনা ধামাচাপা দিতে গলা টিপে তাকে হত্যা করে। এরপরও মৃত্যু নিশ্চিত করতে মরদেহের গলা ব্লেড দিয়ে কেটে দেয় হাসান। স্কুলছাত্রী রাজিয়া খাতুন হত্যার একমাত্র আসামি হাসানকে গ্রেফতার ও হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে.এম নাজিউর রহমান।
শ্রীপুরে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। ঘটনার পরের দিন গত শনিবার একই গ্রামের ফজলু শেখের ছেলে হাসান শেখকে (২৩) গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা। হাসান শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে হত্যার কথা স্বীকার করেছে। সে রাজিয়াকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে দেয়। ঘটনা ছিলো তার পূর্বপরিকল্পিত। হত্যার ঘটনায় শ্রীপুর থানায় গত শনিবার হত্যা মামলা করেন নিহতের বাবা মিখিজ শেখ। এতে মো হাসান শেখকে একমাত্র আসামি করা হয়। আসামি হাসান শেখ পেশায় নসিমন চালক। তার বাড়ি নিহতের বাড়ির কাছেই। উপজেলার শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুনকে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির পাশে কুমার নদের পারে এক বাঁশ ঝাড়ে। সে সময় পুলিশ জানায় তাকে কেউ খুন করেছে বলে প্রাথমিক ভাবে তারা ধারণা করছে। এরপর থেকে বিষয়টি র‌্যাবসহ পিবিআই ও সিআইডি তদন্ত শুরু করে। আসামি গ্রেফতার হওয়ায় নিহতের বড় ভাই রাজু শেখ শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বলেন, তারা এ হত্যার সুষ্ঠু বিচার আশা করছেন। এদিকে স্কুলছাত্রী রাজিয়া হত্যাকারীর ফাঁসির দাবিতে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন করে ওই স্কুলের শিক্ষক, কর্মচারীও শিক্ষার্থীরা।