পাইকগাছায় আবু বকর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পৌরসভা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় ৮দলীয় মরহুম আলহাজ্ব শেখ আবু বকর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাইকগাছা সরকারী কলেজ মাঠে গদাইপুর ক্রিকেট একাদশ বনাম পৌরসভা ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ভাগ্য নামক পরীক্ষায় টসে জিতে পৌরসভা ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৬১রান সংগ্রহ করে। টার্গেট নিয়ে খেলতে নেমে গদাইপুর ক্রিকেট একাদশ ১৮.৪ বলে ১৩৭ রানে অলআউট হয়। পৌরসভা ক্রিকেট একাদশ ৩৭রানে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মুন্না ও জামান যৌথভাবে দু’জন ম্যান অফ দ্যা ম্যাচ এবং সেঞ্চুরি সহ ১৮২ রান ও ৬ উইকেট নেওয়া দীনবন্ধু সাধু ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হোন। প্রধান অতিথি হিসেবে খেলায় পুরস্কার বিতরণ করেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, তৈয়বুর রহমান, কাউন্সিলর রবিশংকর মন্ডল, আলহাজ্ব শেখ আবু গফ্ফার, শেখ আঃ মজিদ, এ্যাড. শেখ আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক মোঃ মুজিবর রহমান ও নিলুফার ইয়াসমিন, প্রভাষক শেখ আবু মোস্তফা জামান, এনআরবিসি ব্যাংক ম্যানেজার শেখ জাহিদুজ্জামান, সুদেব দাশ, সাইফুল ইসলাম, ইউসুফ সরদার, বসন্ত মন্ডল, প্রভাষক জাহাঙ্গীর আলম, ইসমাম, নুবাঈদ প্রমুখ।