মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বাঘারপাড়ায়

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে কেন্দ্র করে যশোর শহর থেকে পতাকাবাহী ৫০ জন মুক্তিযোদ্ধা র‌্যালি নিয়ে বাঘারপাড়ায় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর সেনাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জয়বাংলা সেøাগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর। এরপর বাঘারপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথি বীর মুক্তিযোদ্ধারা। পরে উপজেলা পরিষদে নির্মিত অনুপ্রভা মঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার খয়রাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা যশোর জেলার প্রচার সম্পাদক কমান্ডার আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী ,সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার খন্দকার শহিদুল¬াহ , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল¬া, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন রায়, সংবর্ধনা সভার আগে ও পরে মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।