শৈলকুপার নাগিরাঘাটে ব্রিজের অভাবে ৫০ গ্রামের মানুষের ভোগান্তি

0

মফিজুল ইসলাম,শৈলকুপা (ঝিনাইদহ) ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমার নদীর নাগিরাট ঘাটে একটি ব্রিজের অভাবে ৫০ গ্রামের মানুষের ভোগান্তিতে আছে। এক সময় নদী কেন্দ্রিক ব্যবসার বন্দর ছিল নাগিরাট বাজার। নদীর নাব্যতা সংকটও একটি ব্রিজের অভাবে নাগিরাট বাজার তার যৌবন হারিয়েছে। এখানে একটি ব্রিজ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি। নাগিরাট বাজারে একটি ব্রিজ নির্মাণ হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নসহ জনগণের দুর্ভোগ কমবে বলে এলাকাবাসী দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে।
সরেজমিনে দেখা যায় নাগিরাট বাজারে বর্তমানে একটি খেয়াঘাট রয়েছে। বর্ষা মৌসুমে নদী পারাপারে নৌকা থাকলেও বর্তমানে পানি কম থাকার কারণে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছে। বর্ষা মৌসুমে পানিতে নদী পরিপূর্ণ হলে খেয়া নৌকা ছাড়া পার হবার কোন উপায় থাকে না। ইতঃপূর্বে এই ঘাট দিয়ে খেয়া নৌকা পার হতে গিয়ে মৃত্যু ঘটনা ঘটেছে একাধিকবার। এই ঘাট দিয়ে নদীর উত্তরে দামুকদিয়া, মাধবপুর, দোহা-নাগিরাট, শিতালী, দলিলপুর, আওদা, কমলনগর, বগুড়া, লাঙ্গলবাঁধ, নন্দিরগাতি, ধাওড়া, ধলহরাচন্দ্র চরধলহরা, বরিয়া,ছাঁইভাঙ্গা, কুশবাড়িয়া, পাইকেনপাড়াসহ বেশ কিছু গ্রাম এবং দক্ষিণে রয়েড়া, আড়য়াকান্দি, ভান্ডারীপাড়া, বকশীপুর, শেখড়া, গোপালপুর, বাগুটিয়া, নাকোইল, ফলিয়া, রঘুনন্দনপুর, আশুরহাট, মনোহরপুর নিত্যানন্দপুর, সাবাসপুর, হাটফাজিলপুরসহপ্রায় ৫০ গ্রামের লোকজন পার হয়। ব্রিজ না থাকায় পণ্য পরিবহন ব্যয়ও বেড়েছে।