তিন বছর আগে ইসরায়েলি ‘পেগাসাস’ কেনার প্রস্তাব পান মমতা

0

লোকসমাজ ডেস্ক॥ আলোচিত ইসরায়েলি নজরদারি সফটওয়্যার পেগাসাস কেনার প্রস্তাব পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বছর আগের সেই ঘটনা বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বক্তৃতায় উল্লেখ করলেন তিনি। মমতা এ দিন দাবি করেন, ‘কেন্দ্রীয় সরকার ফোন ট্যাপ করে। এমনকি আমার ফোন ট্যাপ করা হয়। কোনো কথা বললে সবকিছু জেনে নেবে ওরা।’এই কথার সূত্র ধরে আরও বলেন, ‘তিন বছর আগে আমার কাছেও পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি কিনিনি। কারণ, আমি মানুষের বাক্স্বাধীনতায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নই। তাই পেগাসাস কিনিনি।’ কিন্তু বিজেপি-শাসিত রাজ্যে পেগাসাস হয়েছে বলে বিধানসভায় দাবি করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক ইত্যাদি রাজ্যে পেগাসাস কেনা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার এই পেগাসাস কিনেছিল। সেই সময় চন্দ্রবাবু নায়ডুর সরকার ছিল।’ পেগাসাসের কার্যকারিতা প্রসঙ্গে বলেন, ‘পেগাসাস কোনো গাড়িতে রেখে যদি ডালহৌসি এলাকায় গাড়িটি নিয়ে যাওয়া হয় তাহলে ওই এলাকায় যত মানুষ ফোনে কথা বলছেন, সেই সব কথাই ট্যাপ হয়ে যাবে। এ ভাবে মানুষের অধিকারে হস্তক্ষেপ করা হয়।’ মমতার পেগাসাস কেনার প্রস্তাব প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘অধিবেশন থেকে ওয়াকআউট করায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বলেছেন শুনিনি। তিনি পেগাসাস নিয়ে এমন দাবি করে থাকলে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেগাসাস নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, সেই তদন্ত কমিটির উচিত অবিলম্বে মুখ্যমন্ত্রীকে জেরা করা।’ গত বছর ২১ জুলাই এক ভার্চ্যুয়াাল সভায় পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করেন। সঙ্গে নিজের মোবাইল ফোনে লিউকোপ্লাস্ট লাগিয়ে পেগাসাস ঘটনার প্রতিবাদ জানান।

ইউক্রেনের সৈন্যদের পোশাকে কালো সূর্য প্রতীকের মানে কী?
লোকসমাজ ডেস্ক॥ সম্প্রতি ইউক্রেনের সৈনিকদের ইউনিফর্মের দুইটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, কারণে তাতে নাৎসিবাদের সাথে সম্পর্কিত একটি প্রতীক আঁকা থাকতে দেখা যাচ্ছে। প্রথম ছবিতে কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ করছিলেন এমন একজন সৈনিকের বুকে পড়া গিয়ার মানে সুরক্ষা-বর্মের ওপর কালো-সূর্য প্রতীক দেখা যাচ্ছে। ছবিটি তুলেছিলেন ইউক্রেনের ফটোসাংবাদিক আনাস্তাসিয়া ভ্লাসোভা এবং গেটি ইমেজ সেটি টুইটারে পোষ্ট করেছিল। দ্বিতীয় ছবিটি ৮ই মার্চে নেটো পোষ্ট করে এবং পরে ডিলিট করে দেয়। ওই ছবিটিতে একজন নারী সৈনিকের ইউনিফর্মের ওপরও একই কালো সূর্য প্রতীক দেখা যায়। ন্যাটোর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের অংশ হিসেবে সামাজিক মাধ্যমের জন্য নারীদের একটি কোলাজ বানানো হয়েছিল। আমরা একটি আন্তর্জাতিক এজেন্সির সংগ্রহ থেকে ওই ছবিটি ব্যবহার করেছিলাম। কিন্তু যখন আমরা বুঝতে পারলাম ওটাতে এমন একটি প্রতীক রয়েছে যেটি আমরা আনুষ্ঠানিকভাবে যাচাই করতে পারছি না, তখন ছবিটি সরিয়ে নেয়া হয়’।