শিরোমণিতে শিশুর ভাসমান লাশ উদ্ধার

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি পূর্বপাড়ার সোয়েব মোল্লার ভাড়াটিয়া নসিমন চালক তুহিন হাওলাদারের ছেলে রুমান হাওলাদার(৮) নিখোঁজের পরদিন শনিবার সকালে পাশের পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে রুমান হাওলাদার বাসা থেকে বের হয়। পরে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করেন পরিবারের লোকেরা। শনিবার সকাল ৭টার দিকে নিখোঁজ রুমানের লাশ পাশের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।