সারা দেশের ৪৮৩ শিক্ষককে বদলির আদেশ বাতিল

0

লোকসমাজ ডেস্ক॥ সারা দেশের ৪৮৩ জন শিক্ষককে দূরবর্তী এলাকায় বদলির আদেশ বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার মাউশি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমেদ স্বাক্ষরিত আদেশে তাদের বদলির প্রজ্ঞাপন বাতিল করা হয়। বদলির আদেশ বাতিল হওয়ায় সারা দেশের ৪৮৩ শিক্ষক আগের কর্মস্থলেই বহাল থাকবেন। ৮ মার্চ মাউশি মহাপরিচালক স্বাক্ষরিত এক পরিপত্রে ওই শিক্ষকদের দেশের দুর্গম বিভিন্ন জেলায় বদলি করা হয়েছিল। এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।
অভিযোগ ওঠে, নতুন শিক্ষকদের সুবিধা দিতে ওই শিক্ষকদের বদলি করা হয়েছে। বদলির প্রতিবাদে রাজশাহীসহ বিভিন্ন জেলায় আন্দোলনও করে শিক্ষার্থীরা। মাউশি সূত্রে জানা গেছে, সম্প্রতি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২ হাজার ৬৬ জন শিক্ষক নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। ১৯৯৪ সালের পরিপত্রে উল্লেখ ছিল, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের প্রথমে উপজেলা বা থানা পর্যায়ে নিয়োগ দিতে হবে। এরপর জেলায় নিয়োগ দেওয়া হবে। তবে পদ শূন্য থাকা সাপেক্ষে পুরোনো ও বিভাগীয় শহরেও নিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু ওই পরিপত্র না মেনে বিপুলসংখ্যক শিক্ষককে বিভাগীয় ও জেলা পর্যায়ের নামীদামি স্কুলে নিয়োগ দেওয়া হয়। এর ফলে অনেক বিদ্যালয়ে অনুমোদিত পদের চেয়ে জনবল বেশি হয়ে যায়। ‘সহজ সমাধান’ হিসেবে মাউশি উত্তরাঞ্চলের ১৪৩ জ্যেষ্ঠ শিক্ষকদের ঢালাওভাবে দুর্গম এলাকায় বদলি করে।