রাশিয়া নিয়ে চীনকে যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়া নিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রবিবার চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো পরিহার করতে সহায়তা করলে চীনকে পরিণতি ভোগ করতে হবে। মার্কিন এই উপদেষ্টা বলেন, আমরা ব্যক্তিগতভাবে সরাসরি বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করছি। নিষেধাজ্ঞার বিষয়ে কোনো দেশ রাশিয়াকে সহায়তা করবে আমরা তা সহ্য করব না। সহায়তা করলে অবশ্যই তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। বিশ্বের সর্বোচ্চ অর্থনৈতিক শক্তিশালী দুই দেশ চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের উন্মুক্ত চ্যানেল রক্ষার্থে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আগামী সোমবার ইতালিতে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

সূত্র: আল জাজিরা