সোনিয়া গান্ধী কংগ্রেস সভানেত্রী, সাড়ে চার ঘণ্টা বৈঠকের পর সিদ্ধান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ চার ঘণ্টা তীব্র নাটক চলার পর কংগ্রেসের সভানেত্রীর পদে থাকলেন সোনিয়া গান্ধী। রোববার কংগ্রেসের সদর দপ্তরে সাড়ে চার ঘণ্টা ধরে চোখের জল, অভিমান, ক্রোধ ইত্যাদি ঝরে পড়ার পর সোনিয়াই সভানেত্রীর পদে থাকলেন। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি এদিন । বৈঠকের ভিতর থেকে চুইয়ে পড়া খবর অনুযায়ী বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সোনিয়া গান্ধী পাঁচ রাজ্যে নির্বাচনে খারাপ ফলের দায় নিজের কাঁধে নিয়ে সরে যেতে চান। তার আগে বিকেল থেকেই সোনিয়া-রাহুলদের সমর্থকরা ভিড় জমান সভাস্থলের বাইরে । তাদের স্লোগান ছিল, সোনিয়া-রাহুল নেহি রহে গা তো কংগ্রেস পার্টি খতম হোগা।রাজস্থানের কংগ্রেস নেতা অশোক গেহলত বলেন, মোদি চার রাজ্য জয় করার পর তার ভাষণে রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। এর দ্বারাই বোঝা যায়, বিজেপির প্রথম প্রতিপক্ষ কে? জি টোয়েন্টি থ্রি নেতাদের প্রবল বিরোধিতা সত্ত্বেও সোনিয়া গান্ধী রাহুলকে আড়াল করে নিজেই সভানেত্রীর পদে থেকে যান । ভবিষ্যতে প্রিয়াঙ্কাকে বড় দায়িত্ব দেয়া হতে পারে । কংগ্রেস আবার সেই পুরনো জায়গায়। অর্থাৎ থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর।